Breaking News

ইনকাম ট্যাক্স নিয়োগ প্রকাশ করা হয়েছে

ইনকাম ট্যাক্স নিয়োগ প্রকাশ করা হয়েছে

ইনকাম ট্যাক্স নিয়োগ প্রকাশ করা হয়েছেঃ তারিখঃ ২৬/০৫/২০২২ খ্রি. অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নম্বর: ০৮.০০.০০০০.০৩৮.১১.০০৬.২১.৬২, তারিখ: ১৭ ফেব্রুয়ারি, ২০২২ এর মাধ্যমে প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযােজন কর, ঢাকা এর নিম্নে উল্লিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মােতাবেক নিয়ােগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্তসাপেক্ষে Online-এ পূরণকৃত আবেদনপত্র (সনদপত্র বা অন্য কোন দলিলাদি সংযুক্ত করতে হবে না) আহ্বান করা যাচ্ছেঃ

ইনকাম ট্যাক্স নিয়োগ সারসংক্ষেপঃ

  • চাকরি প্রতিষ্ঠান নামঃ বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর
  • চাকরির ধরনঃ সরকারি চাকরি
  • জেলাঃ শুঢ উল্লেখিত জেলা
  • সাইট লিংকঃ http://ltuvat.gov.bd
  • মোট পদ সংখ্যাঃ ০৬ টি
  • পদের সংখ্যাঃ ৩৬ জন
  • প্রার্থীর বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি-স্নাতক ডিগ্রি
  • সূত্রঃ বিডি প্রতিদিন 
  • আবেদন শুরু হবেঃ ০১ জুন, ২০২২
  • আবেদনের শেষ তারিখঃ ৩০ জুন, ২০২২

ইনকাম ট্যাক্স নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বিবারণঃ 

  • পদের নামঃ কম্পিউটার অপারেটর
  • পদ সংখ্যাঃ ২৮ টি
  • বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রী। কম্পিউটার টাইপে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার পরিচালনা বিষয়ে দক্ষতা থাকতে হবে।
  • পদের নামঃ হিসাব রক্ষক
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ উচ্চমান সহকারী
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ ক্যাশিয়ার
  • পদ সংখ্যাঃ ৩ টি
  • বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।

ইনকাম ট্যাক্স নিয়োগ ২০২২

  • পদের নামঃ গাড়ীচালক
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ ডেসপাস রাইডার/নোটিস সার্ভার
  • পদ সংখ্যাঃ ২ টি
  • বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

ইনকাম ট্যাক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ইমেজটি দেখুনঃ

ইনকাম ট্যাক্স নিয়োগ প্রকাশ করা হয়েছে

ইনকাম ট্যাক্স নিয়োগ শর্তাবলীঃ

 ০১। আবেদনকারীর বয়স ০১/০৬/২০১২ তারিখে সর্বনিম ১৮ (আঠারাে বছর এবং সর্ব্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে, মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য। 
০২। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মােখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। 
০৩। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একের অধিক আবেদন পাওয়া গেলে প্রার্থীতা বাতিল করা হবে। 
০৪। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনােরূপ অসত্য বিবরণ/তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে, এমনকি আবেদনকারী চুড়ান্তভাবে মনােনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকুরী প্রাপ্তির পরও যে কোনাে পর্যায়ে তার সনদপত্র/প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাকে চাকুরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে। 
০৫। লিখিত পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) উত্তীর্ণের পর মােখিক পরীক্ষার সময় প্রার্থীকে Online-এ দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপিসহ নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবেঃ
(ক) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি রনি ছবি। 
(খ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যেগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ডাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে) ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের ফটোকপি।
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সনদের সত্যায়িত ফটোকপি।
(ঘ) আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযােদ্ধা/শহিদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, মুক্তিযােদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত ফটোকপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মুক্তিযােদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখ পূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। 
(ঙ) এতিম, প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি এবং ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
(চ) উপযুক্ত সকল সনদের সত্যায়িত ফটোকপির সাথে মুল কপি উপস্থাপন করতে হবে।
০৬। শুণ্য পদ পূরণ সংক্রান্ত সরকারের যাবতীয় বিদ্যমান বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযােজ্য বিধি-বিধান(সর্বশেষ) যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে। 
০৭। কোনাে প্রকার কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ যে কোনাে আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়ােগ কার্যক্রমের আংশিক/সম্পূণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 
০৮। এ নিয়ােগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ও মােখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং এ নিয়ােগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনাে পরিবর্তন/সংশােধন (যদি থাকে) বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযােজন কর, ঢাকা এর ওয়েবসাইট (www.ltuvat.gov.bd) এ পাওয়া যাবে। 
০৯। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। 
১০। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে। 
১১। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। 
১২। যদি কোনাে প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনাে ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না। 
১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়ঃ
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://ltuvat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i)online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১/০৬/২০১২খ্রিঃ সকাল ১০:০০
ঘটিকা। 
(ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০/০৬/২০১২খ্রিঃ বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত
সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী
৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 
online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
 প্রার্থী online- এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানOnline-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। 
যদি Applicant’s copy তে কোনাে তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালাে সম্পূর্ণ সাদা/ঘােলা) বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রাথ অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তােলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলােড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। 
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিমােক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ (অফেরতযােগ্য) মােট ১১২ (একশত বার) টাকা পরিশােধ করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
B Reply: Applicant’s Name, TK-112 will be charged as an application fee. Your PIN is 12345678. To pay fee Type LTUVAT <Space>YES <space>PIN and send to 16222. দ্বিতীয় SMS LTUVAT<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: LTUVAT YES 12345678 Reply: Congratulations Applicant’s Name. Payment completed successfully for LTUVAT Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX). (চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ltuvat.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS
এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

About admin

Check Also

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ ২০২৩ । ২২৩৭ টি পদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ 2023 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ সার্কুলার ২০২৩ সাম্প্রতিক কর্তৃপক্কক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *