পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২২ |Poribar porikolpona job circular 2022
পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২২ |poribar porikolpona job circular সাম্প্রতিক কর্তৃপক্ষ কর্তৃক করছেঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএ-এর অর্থায়নে নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেডিক্যাল টেকনােলজিস্ট (ল্যাব) নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে সাদা কাগজে বাংলায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২২ সার্কুলার সারসংক্ষেপ নিচে দেওয়া হলোঃ
প্রতিষ্ঠান নামঃ পরিবার পরিকল্পনা কার্যালয়
চাকরির ক্যাটাগরিঃ সরকারি চাকরি
জেলাঃ সকল জেলা আবেদন করতে পারবে।
শূণ্য পদঃ ০১টি
ওয়েবসাইট লিংকঃ dgfp.gov.bd
পদ সংখ্যাঃ ০৫ জন
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা
প্রার্থীর বয়স বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর পযর্ন্ত।
Application Process: Email System
Application Last Date:20 Jun 2022
Poribar porikolpona job circular 2022
পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২২ |poribar porikolpona job circular সাম্প্রতিক কর্তৃপক্ষ কর্তৃক করছেঃ জেলা পরিবার পরিকল্পনার কার্যালয় এর নতুন পরাতন সকল নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই একটি পোস্টে। সে সকল প্রার্থীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিংবা কার্যালয় চাকরি করতে ইচ্ছুক তারা পরিবারি পরিকল্পনার এই পোস্টটি ভিজিট করতে পারেন। যখনি কোন পরিবারি পরিকল্পনা বিষয়ক পোস্ট Publish করা হয় সেটি আমাদের এই এই পোস্টটিতে দিয়ে দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২২ সার্কুলার এক ঝল্কে নিচের দেওয়া বিজ্ঞপ্তির ইমেজটি দেখুনঃ
পরিবার পরিকল্পনা নিয়োগ শর্তাবলীঃ
১। প্রার্থীকে অবশ্যই আগামী ২০ জুন ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ২.৩০ ঘটিকার মধ্যে আনুষঙ্গিক সকল কাগজপত্র স্ক্যান করে।
পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) মহােদয় বরাবরে ই-মেইলে (email-mchjob.labtech@gmail.com) আবেদন
করতে হবে।
২। ১০ জুন, ২০২২ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩০ বছরেরর মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের
পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
পরিবার পরিকল্পনা নিয়োগ
৩। আবেদন পত্রে স্পষ্টাক্ষরে বাংলায় প্রার্থীর
(ক) নিজ নাম,
(খ) পিতার নাম,
(গ) স্বামীর নাম (প্রযােজ্য ক্ষেত্রে),
(ঘ) মাতার নাম,
|(ঙ) বর্তমান ঠিকানা-গ্রাম-মহল্লা, ডাকঘর, ডাকঘরের পােষ্ট কোড নং, উপজেলা, জেলা,
(চ) স্থায়ী ঠিকানাঃ গ্রাম-মহল্লা, ডাকঘর, ডাকঘরের পোষ্ট কোড নং, উপজেলা, জেলা,
(ছ) বয়স
(জ) শিক্ষাগত যোগ্যতা,
(ঝ) জাতীয়তা,
(ঞ) জন্ম তারিখ,
(ট) ধর্ম,
(ঠ) অভিজ্ঞতা,
(ড) বৈবাহিক অবস্থা ও সন্তান সংখ্যা(প্রযােজ্য ক্ষেত্রে),
(ঢ) ই-মেইল ঠিকানা,
(ণ) মােবাইল নাম্বার,
(ত)জাতীয় পরিচয় পত্রের নাম্বার
(থ) স্বাক্ষর অবশ্যই করতে হবে।
৪) আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যানড কপি যুক্ত করতে হবেঃ
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্যক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি),
(খ)। আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে তােলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ পিক্সেল x প্রস্থ ৩০০ পিক্সেল),
(গ) আবেদন পত্রের সাথে প্রার্থীর নাগরিকত্বের সনদপত্র (যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত)-এর সত্যায়িত কপি
(ঘ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৫। Admit Card শুধুমাত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ই-মেইলে (e- mail) প্রেরণ করা হবে এবং Admit Card এর printed কপি ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
৬) মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল প্রকার সনদের মূল কপি নিতে হবে।
৭) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার যাতায়াত/আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না।
৮) প্রাথমিকভাবে এই নিয়ােগ আগামী জুলাই-ডিসেম্বর/২০২২ খ্রিঃ পর্যন্ত প্রযােজ্য হবে। উক্ত সময়ের পরে ফান্ড প্রাপ্তি স্বাপেক্ষে চাকুরীর
সময়সীমা বর্ধিত করা হবে।
৯) কোনরুপ তদবির/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে।
১০) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই এই নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১১। নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে