Breaking News

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত করেছে পল্লী সঞ্চয় ব্যাংক এর  পদসমূহে নিয়ােগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকে বিভিন্ন পদে ১২৬ জনকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। 

 ১২৬ পদে পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 

নিয়োগ বিজ্ঞপ্তি সারসংক্ষেপঃ

চাকরির ধরনঃসরকারি চাকরি

জেলাঃ সকল জেলা আবেদন করতে পারবে

প্রতিষ্ঠান নামঃ পল্লী সঞ্চয় ব্যাংক

ওয়েবসাইট লিংকঃ http://www.pallisanchaybank.gov.bd

মোট পদ সংখ্যাঃ ৩টি

পদের সংখ্যাঃ ১২৬ জন

বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ অনার্স/মাস্টার্স কমপ্লিট

Application Last Date:12 Jun2022

Palli Sanchay Bank Job Circular 2022 Jobs descriptions:

  • ১। পদের নামঃ সিনিয়র প্রিন্সিপাল অফিসার
  • পদ সংখ্যাঃ ২৪ টি
  • বেতনঃ ৪৩,০০০-৫৯,৮৫০ টাকা
  • গ্রেডঃ ৫
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
  • ২। পদের নামঃ সিস্টেম এনালিস্ট
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ৪৩,০০০-৫৯,৮৫০ টাকা
  • গ্রেডঃ ৫
  • শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লাইড ফিজিকস এন্ড টেকনোলজি বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
  • ৩। পদের নামঃ প্রিন্সিপাল অফিসার
  • পদ সংখ্যাঃ ১০১ টি
  • বেতনঃ ৪৩,০০০-৫৯,৮৫০ টাকা
  • গ্রেডঃ ৫
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ   বিস্তারিত জানতে নিচের বিজ্ঞাপন ইমেজ টা দেখুনঃ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

                                                               পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২|Palli Sanchay Bank Job Circular 2022 শর্তাবলীঃ

 প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী
ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। 
বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ছবি (Photo): ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। 
তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 60)x600 pixel এ file size j0) KB এর বেশী নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তােলা রঙিন ছবি (সালা ব্যাগ্রাউন্ড সম্বলিত) scan করে আপলােড করতে হবে। ছবি তােলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালাে ছবি এবং
Informal ছবি আপলােড করলে সরাসরি প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। ছ, স্বাক্ষর (Signature); 
নির্ধারিত স্থানে 300×80 pixel ও file size 60 KB এর বেশী নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর scan
করে আপলােড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। জ, অর্জিত ডিগ্রীর ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
ঝ, বিদেশী ডিগ্রীধারী প্রার্থী প্রার্থী ‘0’ Level ও ‘A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং
বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সাটিফিকেট অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণী বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং
বাের্ডে অবশ্যই দাখিল করতে হবে। 
অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এ, Application Fee Payment পদ্ধতিঃ আবেদন ফি’র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.
bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। প্রত্যেক পদের জন্য পৃথকভাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট এর Prepaid Payment পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
Prepaid Payment পদ্ধতিঃ রকেট অ্যাপ্স বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেৰে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ (হাইফেনের (-) আগের অংশ, ফি এর পরিমাণসহ প্রয়ােজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মােবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। 
প্রাপ্ত TxnID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে।
অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। ট. Verify Payment: প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnlD বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে
Payment Verify সম্পন্ন করতে হবে। কোনাে আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit card
ডাউনলােড করতে পারবে না। 
Tracking Page সংগ্রহঃ Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking
Page প্রদান করা হবে। Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। Tracking Page সংরক্ষণ করলেই কেবল প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।
 নির্ধারিত সময়ের পরে কোনাে অবস্থাতেই Tracking Page এর Duplicate
Copy সরবরাহ করা হবে না। ড, Online আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যােগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ প্রদান করা হবে। 
অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনাে প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে। প্রার্থীদেরকে Online এ আবেদনের পাশাপাশি শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ৩০/০৬/২০১২ তারিখের মধ্যে বিএসসিএস বরাবর ডাকযােগে অথবা সরাসরি দাখিল করতে হবে। প্রাথমিকভাবে যােগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। 
প্রার্থীদেরকে প্রযােজ্য ক্ষেত্রে প্রাথমিক নির্বাচনী, লিখিত,ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনপ্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। 
Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনাে substantive কটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করা যাবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রতিকালে কোনাে প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। 
 চাকুরীরত প্রার্থীগণকে তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমােদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমােদনের
কপি প্রদর্শন করতে হবে। 
 নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। ভুল Job ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা Payment Verify না করলে আবেদন গ্রহণযােগ্য হবে না।।
স্বাক্ষরিত (মাে: সাঈদুর রহমান খান) মহাব্যবস্থাপক (বাংলাদেশ ব্যাংক
সদস্য-সচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি

About admin

Check Also

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২|TMSS ngo Job Circular 2022

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২|TMSS ngo Job Circular 2022 টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে।TMSS ngo …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement