Breaking News

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ |BAPEX Job Circular

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২|BAPEX Job Circular 2022 কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ করছে। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাপেক্স জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি |BAPEX Job Circular 2022 

১৪৪টি পদে বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ PDF প্রকাশিত হয়েছে www.bapex.com.bd ওয়েবসাইটে। গত 02 জুন 2022 তারিখে একসাথে ০২ টি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১৪৪ টি। আবেদন শুরু হবে আগামী ১৫ জুন ২০২২ তারিখ হতে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এ চাকরি করতে আগ্রহী প্রার্থীদের bapex.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন? নিয়োগ পরীক্ষার তারিখ কিভাবে জানবেন? চলুন বাপেক্স চাকরির বিজ্ঞপ্তি 2022 অনুসারে বিস্তারিত জেনে নেই।

বাপেক্স চাকরির বিজ্ঞপ্তি ২০২২

বাপেক্স চাকরির বিজ্ঞপ্তি ২০২২,তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bapex.com.bd এবং এ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ হল বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরির সার্কুলারগুলির মধ্যে একটি। আপনি যদি বাপেক্সে কাজ করতে আগ্রহী হন তবে আপনি bapex.teletalk.com.bd-এ অনলাইনে আবেদন করতে পারেন। আসুন www.bapex.com.bd জব সার্কুলার ২০২২ অনুযায়ী আরও বিস্তারিত জেনে নেই।

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Bapex জব সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে ০৬ জুন ২০২২। এই বাপেক্স সার্কুলার ২০২২ এর মাধ্যমে, মোট ৯০ + ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইন আবেদন শুরু হবে ১৫ জুন ২০২২ সকাল ১০ টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই ২০২২ বিকাল ০৫ টায়।

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি সারসংক্ষেপ নিচে দেওয়া হলোঃ

প্রতিষ্ঠান নামঃ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)
চাকরির ক্যাটাগরিঃ বেসরকারি চাকরি
জেলাঃ নির্দিষ্ট ও সকল জেলা আবেদন করতে পারবে।
ওয়েবসাইট লিংকঃ http://www.bapex.com.bd
শূণ্যপদঃ ৫৫ টি
পদ সংখ্যাঃ ১৪৪ জন
প্রার্থীর বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর
প্রার্থীর  শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি-স্নাতক/বিএসসি/ডিপ্লোমা

Application Start time:15 Jun 2022
Application Process: Teletalk Online

Application Last  date: 14 Jul 2022 

 

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি 2022 চাকরির বিবারণঃ

  • ১। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)
  • পদ সংখ্যাঃ ১৪ টি
  • ২। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (ভু-পদার্থ)
  • পদ সংখ্যাঃ ৮ টি
  • ৩। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ৪। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (আইসিটি)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ৫। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (রসায়ন)
  • পদ সংখ্যাঃ ৬ টি
  • ৬। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৭। পদের নামঃ সহকারী ড্রিলার
  • পদ সংখ্যাঃ ৪ টি
  • ৮। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (সিভিল)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ৯। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)
  • পদ সংখ্যাঃ ৩ টি
  • ১০। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ১১। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ১২। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ১৩। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৪। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
  • পদ সংখ্যাঃ ৯ টি
  • ১৫। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক ( হিসাব ও অর্থ)
  • পদ সংখ্যাঃ ৩ টি
  • ১৬। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
  • পদ সংখ্যাঃ ৭ টি
  • ১৭। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী ( মেকানিক্যাল)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৮। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী ( অটোমোবাইল)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৯। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী ( সিভিল)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২০। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী ( ইলেকট্রনিক্স)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ২১। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী ( কম্পিউটার)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২২। পদের নামঃ ট্রেইনি ড্রিলার
  • পদ সংখ্যাঃ ১৪ টি
  • ২৩। পদের নামঃ সহকারী কর্মকর্তা (প্রশাসন)
  • পদ সংখ্যাঃ ৫ টি
  • ২৪। পদের নামঃ সহকারী কর্মকর্তা ( হিসাব ও অর্থ)
  • পদ সংখ্যাঃ ৩ টি
  • প্রার্থীর বেতনঃ
  • ১ থেকে ১৫ নং পদ পর্যন্ত প্রার্থীর বেতন ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)
  • ১৬ থেকে ২৪ নং পদ পর্যন্ত প্রার্থীর বেতন ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)
  • যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয় স্নাতক, স্নাতকোত্তর, বি এস সি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
  • দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি
  • ১। পদের নামঃ স্টোর কিপার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২। পদের নামঃ সিএনএফ ইনস্পেক্টর
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৩। পদের নামঃ সিকিউরিটি হাবিলদার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৪। পদের নামঃ শিপিং অ্যাসিস্ট্যান্ট
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৫। পদের নামঃ রেকর্ড কিপার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৬। পদের নামঃ ডেসপাস রাইডার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৭। পদের নামঃ ডেসপাচার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৮। পদের নামঃ ক্যাশিয়ার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৯। পদের নামঃ ফোরম্যান
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১০। পদের নামঃ হেডম্যান
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১১। পদের নামঃ ল্যাবরেটরি
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ১২। পদের নামঃ মাড সুপারভাইজার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৩। পদের নামঃ ওভারশিয়ার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৪। পদের নামঃ সিসমিক ড্রিলার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৫। পদের নামঃ এসি মেকানিক
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৬। পদের নামঃ অটো ইলেকট্রিশিয়ান
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ১৭। পদের নামঃ ক্রেন অপারেটর
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ১৮। পদের নামঃ ডেরিক ম্যান
  • পদ সংখ্যাঃ ৪ টি
  • ১৯। পদের নামঃ ইলেকট্রিশিয়ান
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২০। পদের নামঃ সিনিয়র ড্রাইভার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২১। পদের নামঃ ল্যাবরেটরী টেকনিশিয়ান-২
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২২। পদের নামঃ মেশিনিস্ট
  • পদ সংখ্যাঃ ২টি
  • ২৩। পদের নামঃ মেকানিক
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২৪। পদের নামঃ প্লান্ট মেকানিক
  • পদ সংখ্যাঃ ২ টি
  • ২৫। পদের নামঃ ওয়েল্ডার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২৬। পদের নামঃ ফায়ার ফাইটার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২৭। পদের নামঃ সিনিয়র ফিটার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ২৮। পদের নামঃ রিগম্যান
  • পদ সংখ্যাঃ ১৬ টি
  • ২৯। পদের নামঃ প্লাম্বার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৩০। পদের নামঃ চেইনম্যান
  • পদ সংখ্যাঃ ১ টি
  • ৩১। পদের নামঃ হেল্পার
  • পদ সংখ্যাঃ ১ টি

BAPEX Job Circular 2022 এক ঝল্কে নিচের বিজ্ঞপ্তির ইমেজটি দেখুনঃ

BAPEX Job Circular 2022 এক ঝল্কে নিচের বিজ্ঞপ্তির ইমেজটি দেখুনঃ


অন্যান্য শর্তাবলী:
১। সাধারণ প্রার্থীদের ১৪ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং
শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বর্ণিত তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। 
বাস প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদে ও প্রযােজ্য ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদে উল্লিখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোন এফিডেভিট (Affidavit) গ্রহণযােগ্য হবে না।
 আবেদন ফরম সঠিকভাবে পূরণ ও বিজ্ঞাপনে বর্ণিত শর্তাদি প্রতিপালন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকা/মৌখিক পরীক্ষা গ্রহণকালে নির্ধারিত আবেদন ফরমে প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য অবিশ্যিকভাবে নিমলিখিত কাগজপত্র/সার্টিফিকেট মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারী কমিটি কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে: 
ক) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার (প্রযােজ্য ক্ষেত্রে) সকল মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে; 
খ) ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি করপােরেশন এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত
নাগরিকত্ব সাটিফিকেট দাখিল করতে হবে।

জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে। এর মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত কপি দাখিল করতে হবে; বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate) অবশ্যই দাখিল করতে হবে; সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন এবং এর কপি দাখিল করতে

 সকল সার্টিফিকেট/রেকর্ডপত্রের ফটোকপি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে; হ) অনলাইন (Online)- এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) অবশ্যই দাখিল করতে হবে। আবেদনকারীকে তার অর্জিত শিক্ষাগত যােগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যােগ্যতা গােপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে

পদােন্নতি বা অন্য কোন বৈধ সুযােগ দাবী করলে তা গ্রহণযােগ্য হবে না। ৪। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীর পিতামাতা এবং পিতা-মাতার পিতামাতা মুক্তিযােদ্ধা/শহীদ

মুক্তিযােদ্ধা হিসেবে বিবেচিত হবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা-০৩.০৭৭.১. ০৪৬.০০.০৪, ২০১০.৩৫৬; তারিখ: ০৭.১১.২০১০ মােতাবেক যাদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অথবা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছিল, অথবা যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদপত্র গ্রহণ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর: ৪৮.০০.০০০০. ০০৩.২৫.০১৯.১০.৮৭৫; তারিখ: ১৮.১০.২০১০ অনুযায়ী উক্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) সংরক্ষিত প্রতি যে কোন একটি প্রমাণ থাকলে, তা সঠিক ও গ্রহণযােগ্য মর্মে বিবেচিত হবে।

যোদ্ধা/শহীদ মুক্তিযােভার মুল সনদপত্র প্রদর্শন এবং এর সত্যায়িত কপিসহ চাকরি প্রার্থী মুক্তিযােদ্ধা বা শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদর্শন ও কপি জমা দিতে হবে। শাকি প্রতি প্রার্থীর ক্ষেত্রে চাকরি প্রার্থী একজন শারীরিক প্রতিবএ/এতিমখানা নিবাসী এ মর্মে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট অফিস অথবা সংটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বা পেসার্সিটি কর্পোরেশন-এর মোর বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রদর্শন ও কপি জমা দিতে হবে। 

 ১।উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সনদের কপি জমা দিতে হবে। অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে

সংশ্নি প্রতিষ্ঠানের যথােপযুক্ত অফিসার কর্তৃক প্রদত্ত সনদের কপি জমা দিতে হবে। 

২। বাংলাদেশ পোলিয়াম এসপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেল)-এর কাষ্টে অস্থায়ীভাবে নিয়ােজিত ৪টি Civil Review

Petition No.145,146,147,148 of 2019 এর রায়ের সাথে সম্পৃক্ত ৪২ জন পিটিশনারের চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য। 

৩। এইচভিও/সিনিয়র ড্রাইভার পদের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ড্রাইভিং এর ফিল্ড টেষ্টে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র ফি টেষ্টে

উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 

৪। অসম্পূর্ণভুল তথ্য সম্বলিতশ্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

৫। কোন প্রার্থী নিয়ােগ প্রাপ্তির পর তার প্রদতদখিলকৃত কোন তথ্য/অতিতা সনদ অসত্য না মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ

ব্যবস্থা গ্রহণ করা হবে। 

৬। নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ১৩। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্ণপক্ষ যে কোন দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়ােগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল

এবং পদের সংখ্যা সবরি ক্ষমতা সংরুক্ষণ করে। এ নিয়ােগে ক্ষেত্রে নিয়ােগকারী পক্ষের সিওই চুত্ত বলে গণ্য হবে। 

৮। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

৯। নিয়ােগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রােডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এর ওয়েবসাইট

(www.bapex.com.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এ প্রকাশিত হবে বিধায় চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট Website Visit

১০। লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS এর মাধ্যমে এবং বাপেক্স এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানাে হবে। 

১১। বাপেক্স একটি তেল, গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি এবং এর অধিকাংশ কার্যক্রম দুর্গমপ্রত্যন্ত এলাকায় হওয়ায় সেসব এলাকায় চাকরি কন্নার

মানসিকতা সম্পন্ন প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। 

১২। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রােডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এর কর্মচারী চাকরি প্রবিধানমালা

এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযােজ্য হবে। 

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শর ও শেষ হওয়ার তারিখ ও সমা:

ক. পরীক্ষায় অংশগ্রহণ ইংক প্রার্থীগণ http://bapex.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিরূপ: i. Online-এ আদেনপত্র পূরণ ও পঃীক্ষার ফি জমাদান শুরু অরিখ ও সমা: ১৫ জুন ২০১২ মি. সকাল ১০:০০ টা। ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪ জুলাই ২০২২ ডি. বিকাল ৫:০০ টা উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel xপ্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। 

Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিয়ে শতভাগ নিশ্চিত হবে। প্রার্থীOnline এ পুরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS এরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একাট User ID, হৰি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। 

যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সেম্পূর্ণ কালোসম্পূর্ণ সাদা/ঘােলা) বা হবিস্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তনপরিমার্জন/পরিবর্ধন গ্রহণযােগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তােলা রঙিন ধৰি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলােভপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

 Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid মােবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ১২. কােন টাকা সহ (অফেরতযােগ্য) মােট ১১১ (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর টার মধ্যে জমা দেবেন। 

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্তOnline আবেদনপত্র কোন অবস্থাতেই গত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রাথ নিজে করলে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 

প্রথম SMS: BAPEX<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BAPEX ABCDEF Reply: Applicant’s Name, Tk-1121- will be charged as application fec. Your PIN is 12345678. To pay fee Type BAPEX <Space>Yes < Space>PIN and send to 16222. দ্বিতীয় SMS: BAPEx<space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। 

Example: BAPEX YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BAPEX Application for post Xxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxx). প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bapix.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রাথর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরতে যথাসময় জানানাে হবে। 

অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাংনীয়। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানভেন্ত্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। 

শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পু ন্ন করতে পারবেন i. User ID জানা থাকলে; BAPEX<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: BAPEX HELP USER ABCDEF & Send to 16222 ii. PIN Number tatt et ma: BAPEX <space>Help<space> PIN<space>PIN No & Send to 16222.

Example; BAPEX HELP PIN 12345678 & Send to 16222 বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ পেত্রালিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রােডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এর Website: www.bapx.com.bd, পেশ্রাবাংলার website: www.petrobangla.org.bd ও বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইট

www.emrd.gov.bd এ দেখা যাবে। নিয়ােগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bapex.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। | অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query.@teletalk.com.bd বা gmadmin@bapex.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। (E-mail এর subject এ Organization Name: BAPEX, Post Name:****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উলেখ করতে হবে।)

.

ভিৱেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিারেশন অংশে এই মর্মে ঘােষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য।

দত্ত তথ্য অসত্য না মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযােগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাপ অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের পরে যে কোন পর্যায়ে প্রার্থতা বাতিল এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

About admin

Check Also

এসিআই কোম্পানিতে নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ

এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২   এসিআই কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশঃ আপনি ইমেজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement