Breaking News

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিমােক্ত পদসমূহে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সরাসরি নিয়ােগের জন্য পদের বিপরীতে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ 

চাকরির বর্নণাঃ

১।পদের নাম ঃ কম্পিউটার অপারেটর

 বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০

 পদ সংখ্যাঃ ১ টি

শিক্ষাগত যােগ্যতা ও অভিভচ্ছাঃ ১। কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং ২। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে। Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২।পদের নাম ঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম।

 বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/ (গ্রেড-১৩

 পদ সংখ্যাঃ.২ টি

শিক্ষাগত যােগ্যতা ও অভিভচ্ছাঃ (১) কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বাসমমানের ডিগ্রি; (২) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) সাঁট-লিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবংইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লিখার গতিথাকতে হবে; ঘ) কম্পিউটারে Word processing সহ ই-মেইল।ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ 

৩।পদের নাম ঃ ক্যাশিয়ার

 বেতন স্কেলঃ  ১০২০০-২৪৬৮০/(গ্রেড-১৪)

 পদ সংখ্যাঃ.২ টি

শিক্ষাগত যােগ্যতা ও অভিভচ্ছাঃ(১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে।স্নাতক ডিগ্রী; এবং (২) কম্পিউটার চালনায় দক্ষতা/কম্পিউটারে WordProcessing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 

TRED Job Circular 


৪।পদের নাম ঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

 বেতন স্কেলঃ   ৯,৩০০-২২,৪৯০/(গ্রেড-১৬)

 পদ সংখ্যাঃ.২ টি

শিক্ষাগত যােগ্যতা ও অভিভচ্ছাঃ ১) কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিকসাটিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; ২) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; ৩) কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপেরগতি থাকতে হবে। ৪) কম্পিউটারে Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫।পদের নাম ঃ অফিস সহায়ক 

 বেতন স্কেলঃ   ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)

 পদ সংখ্যাঃ. ৬টি

শিক্ষাগত যােগ্যতা ও অভিভচ্ছাঃ কোনাে স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা  সমমানের পরীক্ষায় উস্তীর্ণ

TRED Job Circular 2022

আবেদন দাখিল করা এবং মােখিক পরীক্ষার জন্য নিমােক্ত শর্ত অবশ্যই প্রতিপালন করতে হবেঃ

  • , প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  •  সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন| করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। 
  •  ০১-০৫-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাপ্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর এবং বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়সহবে সবোর্চ ৩০ বছর। 
  • ০১-০৫-২০২২ খ্রি. তারিখে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স হবে সর্বোচ্চ ৩২ বছর। তবে কোনো ক্ষেত্রেই বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযােগ্য নয়। 
  • ও, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪(সংশােধিত-২০২০) অনুযায়ী ‘সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য। তবে অন্যান্য পদে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা হবে ৩০বছর।
  • চ, আবেদন অবশ্যই অনলাইনে http:/tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে করতে হবে। 
  • ছ, নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে। 
  • জ, কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি বা নিয়ােগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ঝ, শূন্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 
  • ঞ. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন পত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। ট, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক এবং সকল প্রকার প্রশিক্ষণের মূল সনদ মৌখিক পরীক্ষার সময়প্রদর্শন করতে হবে এবং বর্ণিত কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে। 
  • ঠ. (প্রযােজ্য ক্ষেত্রে): (i) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার ক্ষেত্রে প্রমাণ হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মােতাবেকউপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র কিংবা কন্যা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক
  • প্রদত্ত প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযােদ্ধার সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়ন পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। | (ii) কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে কোটার স্বপক্ষে প্রমাণকের মূল কপি মৌখিক পরীক্ষার বাের্ডে প্রদর্শন করতে হবে। 
  •  লিখিত/মৌখিক/অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না। 
  •  এই নিয়ােগ বিজ্ঞপ্তিটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েব সাইটে (www.tmed.gov.bd) পাওয়া যাবে।
  • বর্ণিত নিয়ােগের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.tmed.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। ০৩, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি: ক) আগ্রহী ব্যক্তি http://tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ 

আবেদনের সময়সীমা নিমরূপঃ
১. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০৫-০৫-২০২২ সকাল ১০:০০ ঘটিকা। 
২. অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ৩১-০৫-২০২২, স্যা: ০৬:০০ ঘটিকা। উক্ত সময়ের
মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 
খ) অনলাইনে আবেদন পত্রে প্রার্থীতার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x ৩০০ pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। 
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই
পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। 
ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা-সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ
করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৪ ক্রমিকের প্রতিটি পদের পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ১০০/- (একশত) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ মােট ১১২- (একশত বার) টাকা (অফেরতযােগ্য) এবং ৫ নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মােট ৫৬/- (ছাপান্ন) টাকা (অফেরতযােগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”। প্রথম SMS: TMED<space>User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
Example: TMED ABCDEF & send to 16222 দ্বিতীয় SMS; TMED <space>Yes<space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
কাইজার মােহাম্মদ ফারাবী
উপসচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
সদস্য-সচিব বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটি
ফোন: ০২-৫৫১০০৪১৬

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ ২০২২

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞাপনটি দেখুনঃ

About admin

Check Also

১৭০ পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২

১৭০ পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement