Breaking News

১৭ পদ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১৭ পদ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১৭ পদ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ করছেঃ  তারিখঃ ৩০মে ২০২২ খ্রিঃ নিয়ােগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্মলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ সারসংক্ষেপঃ

  • প্রতিষ্ঠান নামঃ  কৃষি গবেষণা কাউন্সিল
  • চাকরির ক্যাটাগরিঃ সরকারি চাকরি
  • জেলাঃ শুধু  নির্দিষ্ট জেলা আবেদন করতে পারবে।
  • প্রতিষ্ঠানের ঠিকানাঃ http://www.barc.gov.bd
  • মোট পদ সংখ্যাঃ ১০টি
  • পদের সংখ্যাঃ ১৭ জন
  • পার্থীর বয়সসীমসঃ ১৮ থেকে ৩৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/স্নাতক
  • আবেদনের শেষ তারিখঃ ৩০ জুন, ২০২২
  • আবেদনের মাধ্যমঃ অনলাইনে/টেলিটক

১৭ পদে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির পদ সমূহঃ

  • পদের নামঃ প্রোগ্রামার 
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ প্রটোকল অফিসার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।

কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ

  • পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
  • পদ সংখ্যাঃ ২ টি
  • বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
  • যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রী।
  •  পদের নামঃ যানবাহন পরিদর্শক
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
  • যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা ডিগ্রী।

কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ ২০২২

  • পদের নামঃ ওয়ার্ড প্রসেসিং সহকারি
  • পদ সংখ্যাঃ ২ টি
  • বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ পিএ/ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
  • পদ সংখ্যাঃ ২ টি
  • বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সাঁটলিপিতে পারদর্শী হতে হবে।
  • পদের নামঃ অডিটর
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।

কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ 2022

  • পদের নামঃ ক্যাটালগার
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
  • যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ অডিও ভিজুয়াল সহকারি
  • পদ সংখ্যাঃ ১ টি
  • বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
  • যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
  • পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • পদ সংখ্যাঃ ৫ টি
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
  • যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পারদর্শী হতে হবে।

কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ বিজ্ঞপ্তির  ইমেজটি দেখুনঃ

কৃষি গবেষণা কাউন্সিল  নিয়োগ বিজ্ঞপ্তির  ইমেজটি দেখুনঃ

১৭ পদ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলিঃ 

ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://barc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের | সময়সীমা নিম্নরুপ: 

I) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০২ জুন, ২০২২ খ্রি:, সকাল ১০.০০ ঘটিকা। 

II) Online এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০ জুন, ২০২২ খ্রি:, বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত আবেদনকারীগণ Online এ আবেদন করার সময় হতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস

এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। 

খ. Online এ আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ Pixel) স্ক্যান

করে নির্ধারিত স্থানে আপলােড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb এবং স্বাক্ষর 60 kb হতে হবে। 

গ. যেহেতু Online এ আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র submit

করার আগে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই করে নিয়ে আবেদনপত্র submit করতে হবে। প্রার্থী নিজে পূরণকৃত তথ্য বিষয়ে

শতভাগ নিশ্চিত হবেন। 

ঘ, প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট করে এক কপি সংরক্ষণ করবেন। পরীক্ষা সংক্রান্ত যে কোন কাজের সহায়ক হিসেবে তা সংরক্ষণ করবেন।মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। 

ঙ. পরীক্ষার ফি জমাদানের জন্য SMS প্রেরণের নিয়মাবলীঃ

Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণের পর নির্দেশনা মােতাবেক ছবি ও স্বাক্ষর আপলােড করে আবেদন সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষর সম্বলিত একটি Applicant’s Copy পাবেন। 

উক্ত Applicant’s Copy প্রার্থী ডাউনলােড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant Copy তে প্রদত্ত User ID ব্যবহার করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রি-পেইড মােবাইল নম্বর থেকে দুইটি SMS করে ০১ হতে ০৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা, ০৪ ও ০৫ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৩০০/-(তিনশত) টাকা, ০৬ ও ০৭ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ২০০/-(দুইশত) টাকা এবং ০৮, ০৯ ও ১০ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০/-(একশত) টাকা জমা দিবেন। 

উল্লেখ্য যে, Online এ আবেদনপত্র Submit করার পর টাকা জমা দিলে আবেদনপত্র কোনভাবেই গৃহীত হবে না।

১ম SMS: BARC<Space> USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BARC ABCDEF. Reply: Applicant’s Name, TK 500/300/200/100 will be charged as application fee, Your PIN is XXXXXXXX. To pay fee,

Type BARC<Space>YES<Space> PIN, send to 16222. ২য় SMS: BARC<Space>YES<Space> PIN লিখে Send করতে হবে৷6222 নম্বরে। Example: BARC YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BARC. Your USER ID is (ABCDEF) and Password (xxxxxx).

About admin

Check Also

৩৬ পদে কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৩৬ পদে কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২ ৩৬ পদে কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Customs Job …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement